নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪টি স’মিল যন্ত্রাংশ ৪ ডাম্পার অবৈধ কাঠ জব্দ করেছে বন বিভাগ।
বুধবার (১০ মে) সকাল ১১টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং মাদ্রাসা সংলগ্ন এলাকা এবং কোটবাজার মধ্যরত্না এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি অবৈধ সমিল ও ৪ ডাম্পার কাঠ জব্দ করা হয়। তাৎক্ষণিক মিল মালিকদের পরিচয় জানা যায়নি।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিমনার (ভূমি) সালেহ আহমেদ।
সাথে ছিলেন, রেঞ্জ কর্মকতা গাজী শফিউল আলম, দৌছড়ি বিট কর্মকর্তা, সদর বিট কর্মকর্তা থাংখালি বিট কর্মকর্তা, উখিয়া থানার পুলিশের একটি দল।
এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, অবৈধ স’মিল গুলোর বিরুদ্ধে করাত কল বিধিমালা ২০১২ আইনে ৪টি পৃথক মামলা রুজু প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত