ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিন সরকারি ছুটি থাকায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্র গুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। আর এই ঈদের ছুটিতেই পর্যটনের মালিকরা প্রায় কোটি টাকার ব্যবসা করেছে। ফলে করোনা পরবর্তিতে কাপ্তাইয়ের পর্যটন শিল্প পুনরায় ঘুরে দাঁড়িয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
পর্যটন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে প্রতিদিন গড়ে ১০ হাজারের অধিক পর্যটকের আগমন ঘটেছে কাপ্তাইয়ে। ঈদে প্রায় কোটি টাকার মতো ব্যবসা হয়েছে তাদের। ঈদের দিন গত শনিবার থেকে সোমবার পর্যন্ত কাপ্তাইয়ের প্রতিটি বিনোদন কেন্দ্রের রিসোর্ট গুলো পর্যটকে ভরপুর ছিল। আবার রিসোর্টে জায়গা না পেয়ে অনেকে বিনোদন কেন্দ্রে তাঁবুর সামনে রাত্রি যাপন করছে।
গত সোমবার সন্ধ্যায় কাপ্তাইয়ের শীলছড়িতে অবস্থিত বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালিতে গিয়ে দেখা যায়, তাদের বিনোদন কেন্দ্রে নির্মিত পড হাউসের সামনে শত শত পর্যটক। এসময় অনেক বিনোদন প্রেমী কর্ণফুলী নদীর পাশে বসে গীটার সহ অন্যান্য যন্ত্র নিয়ে পরিবার-পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে গান গাইছেন। এসময় কথা হয় এই পর্যটন কেন্দ্রে আসা বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশনের সিনিয়র প্রযোজক মোহাম্মদ তারেকের সাথে।
তিনি জানান, কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে। নিসর্গ রিভার ভ্যালির পরিচালক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন ও মোহাম্মদ সরোয়ার জানান, ঈদের ২ দিন আগে থেকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আমাদের ৯ টি পড হাউস বুকিং রয়েছে। এই কেন্দ্রে প্রতিদিন গড়ে এক হাজারের মতো পর্যটকের আগমন ঘটেছে। ঈদকে ঘিরে কাপ্তাইয়ের পর্যটন শিল্প আবারও চাঙা হয়ে উঠেছে বলে তারা জানিয়েছেন।
সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই জীবতলি লেকশোর পিকনিক স্পট, নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা রিভার ভিউ পার্ক এবং শীলছড়িস্থ বালুচরে অবস্থিত বন বিভাগের প্রশান্তি পার্কে ঈদের পরদিন এবং গত সোমবার গিয়ে দেখা গেছে, কেন্দ্রটিতে শতশত পর্যটক ঘুরতে এসেছেন। কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান, প্রচন্ড গরম থাকা স্বত্বেও গত কয়েকদিনে প্রচুর পরিমাণে পর্যটকের আগমন ঘটেছে কাপ্তাইয়ে।
কাপ্তাইয়ের শীলছড়িতে অবস্থিত বেসরকারি পর্যটন কেন্দ্র বনশ্রী পর্যটন কমপ্লেক্সের পরিচালক ও সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী রুবায়েত আক্তার আহমেদ চৌধুরী জানান, করোনার প্রভাবে বিগত কয়েকটি বছর কাপ্তাইয়ের পর্যটন শিল্পে ধস নেমেছিল। এবছর সেই ধাক্কা সামলিয়ে কাপ্তাইয়ের পর্যটন শিল্পে সুদিন ফিরে এসেছে।
পাঠকের মতামত