সেলিম উদ্দীন, ঈদগাঁও
অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।
ঈদ উপহার বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মানব কল্যান ফাউন্ডেশনের সহায়তায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণকালে বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার (২১ এপ্রিল ) বিকেলে খুটাখালী বাজারের কামাল মার্কেট চত্বরে প্রায় শতাধিক হতদরিদ্রদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
সদস্য রমিজ উদ্দীনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ইউছুফ জালালের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুটাখালী মানব কল্যাণ ফাউন্ডেশন চেয়ারম্যান রিহাবুল আলম ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ জামাল উদ্দিন।
অন্যন্যদের মধ্যে সেলিম বাহাদুর,মাহমুদ করিম, মুহাম্মদ শাহাজান, সৌরভ হোছাইন, আজিজুল হক, মুহাম্মদ জুনাইদ ও মুহাম্মদ রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।
ঈদ উপহার বিতরণকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরীব অসহায় দুস্থঃ কর্মহীন প্রায় শতাধিক নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
পাঠকের মতামত