প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩ ৯:২২ পিএম

 

কাপ্তাই প্রতিনিধি::
কাপ্তাই ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে। সাপটি প্রায় ১০ ফুট ৮ ইঞ্চি লম্বা বলে জানিয়েছেন কাপ্তাই বন রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ। এর ওজন প্রায় ১১ কেজি।
রাঙামাটি দক্ষিণ বন বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে ওইদিন বিকেলে অবমুক্ত করা হয়।

 

রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ ও বন প্রহরী গিয়াসউদ্দিন, মোঃ আঃ রাজ্জাক, মোঃ আল আমিন সরকার, মোঃ জামাল হোসেন, আঃ মান্নানের উপস্থিতিতে বন বিভাগের কর্মীরা কাপ্তাই ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে অজগরটি অবমুক্ত করেন।

 

রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা প্রায় ১১টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার মোহসীন কলোনির জনৈক কামাল উদ্দিনের বাসা থেকে অজগর সাপটি উদ্ধার করে বন বিভাগের কর্মীরা। পরে ওইদিন বিকেলে সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ বাসা থেকে উদ্ধার করা অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

সাবেক এমপি জাফরসহ ৯৫ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে পেকুয়া থানায় মামলা

         মুকুল কান্তি দাশ, চকরিয়া.. কক্সবাজারের পেকুয়ায় চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমসহ ৩৫ জনের নাম ...

প্রথমবারের মত উপ-উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

         সাঈদ পান্থ, বরিশাল প্রথমবারের মত উপ-উপাচার্য (প্রো-ভিসি) পেল বরিশাল বিশ্ববিদ্যালয়। তিনি ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার ...

তিন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজে বন্ধ্যাত্ব বিরাজ করছে

           নির্মল বড়ুয়া মিলন :: তিন পার্বত্য জেলা (রাঙামাটি খাগড়াছড়ি, বান্দরবান) পরিষদ পরিচালনার জন্য এসব ...