কাপ্তাই প্রতিনিধি::
কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনা পাড়া কেন্দ্রে গ্রামীন মহিলাদের নিয়ে মঙ্গলবার(৪ এপ্রিল) সকালে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৫০ জন নারী অংশ গ্রহণ করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার অধীন কাপ্তাই তথ্য আপা এই উঠান বৈঠকের আয়োজন করে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক এই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
কাপ্তাই তথ্যসেবা কর্মকর্তা তাহমিনা সুলতানার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কাপ্তাইয়ের মাঠ সংগঠক রত্না প্রভা চাকমা।
উঠান বৈঠকে নিরাপদ খাদ্য ব্যবস্থা এবং জন্ম, মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহনকারী ৫০ জন মহিলাকে ১শ’ টাকা করে ভাতা প্রদান করা হয়।
পাঠকের মতামত