ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩ ৯:৫৩ পিএম , আপডেট: এপ্রিল ২, ২০২৩ ১০:০১ পিএম

 

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের রামু সদর ইউনিয়ন ভূমি অফিসে উম্মেদার পরিচয়ে রিপনের দালালিপনা থামানো যাচ্ছে না। খতিয়ান সৃজন করে দেয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি, মিস মামলা, এম,আর মামলার তথ্য ফাঁসসহ নিজেকে স্হানীয় এমপির কাছের লোক পরিচয়ে তহসিলদারকে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সূত্রে জানা গেছে, রিপন নিজেকে সরকারী কর্মচারী পরিচয় দিয়ে সহকারী তহসিলদার চন্দন কুমার দাশের আশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়েছে উঠেছে। এমনকি সহকারী তহসিলদার চন্দন তাকে দিয়ে নামজারী, মিস মামলার পক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলে রিপনের মাধ্যমে টাকা আদায় করে বলেও সূত্র জানায়।

এদিকে ভূমি সেবা নিতে গিয়ে রিপনের কারণে হয়রানির শিকার হয়েছেন আবদুল গফুর, নুরুল আমিন, জাফর আলম, মোস্তাক আহমদ, মো.আলমসহ আরো অনেকেই।

অভিযুক্ত রিপনের সাথে যোগাযোগ করা হলে সে নিজেকে ভূমি অফিস সংশ্লিষ্ট কেউ নয় বলে জানান। লোক হয়রানি এবং দালালির বিষয়টিও সত্য নয়।

এ ব্যাপারে জানতে চাইলে রামু সদর ইউনিয়নের সহকারী তহসিলদার চন্দন কুমার দাশ জানান, ভূমি অফিস সংলগ্ন রিপনের বাড়ি হওয়ায় মাঝে মধ্যে আসা-যাওয়া করত। গত সপ্তাহে তাকে ভূমি অফিসে না আসার জন্য বারণ করা হয়েছে। এর আগেও প্রাক্তন ইউএনও প্রনয় চাকমা তাকে ভূমি অফিসে না যাওয়ার জন্য নিষেধ করেছিল এমনটি জানায় তিনি।

রিপনের মাধ্যমে টাকা আদায়ের বিষয়টি সত্য নয় এবং তার কাছে জিম্মি নয় বলেও জানান তহসিলদার।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ রামু সদর ভূমি অফিসে রিপনের দালালি থামানো যাচ্ছে না

সাবেক এমপি জাফরসহ ৯৫ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে পেকুয়া থানায় মামলা

         মুকুল কান্তি দাশ, চকরিয়া.. কক্সবাজারের পেকুয়ায় চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমসহ ৩৫ জনের নাম ...

প্রথমবারের মত উপ-উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

         সাঈদ পান্থ, বরিশাল প্রথমবারের মত উপ-উপাচার্য (প্রো-ভিসি) পেল বরিশাল বিশ্ববিদ্যালয়। তিনি ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার ...

তিন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজে বন্ধ্যাত্ব বিরাজ করছে

           নির্মল বড়ুয়া মিলন :: তিন পার্বত্য জেলা (রাঙামাটি খাগড়াছড়ি, বান্দরবান) পরিষদ পরিচালনার জন্য এসব ...