প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩ ১১:৫২ পিএম

 

কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরী চোলাই মদ সহ এক পাচারকারীকে আটক করেছে শনিবার (১ এপ্রিল) বিকালে।

আটক ব্যক্তির নাম চাউ খই মারমা (৫৫)। কাপ্তাই থানাধীন ব্যাঙছড়ি খেয়াংঘাট থেকে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ২শ’ ১৭ লিটার চোলাইমদ জব্দ করে পুলিশ। আটককৃত আসামী উপজেলার চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় বসবাসকারী আশিকে মারমার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইমাম উদ্দীন, এএসআই ইসমাইলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ব্যাঙছড়ি খেয়াঘাট এলাকা থেকে ২শ’ ১৭ লিটার চোলাই মদ সহ চাউ খই মারমাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে তিনি জানান।

আটক মাদক পাচারকারী ও অজ্ঞাত একব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে। রবিবার আটক আসামীকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে থানা পুলিশ জানায়।

পাঠকের মতামত

সাবেক এমপি জাফরসহ ৯৫ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে পেকুয়া থানায় মামলা

         মুকুল কান্তি দাশ, চকরিয়া.. কক্সবাজারের পেকুয়ায় চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমসহ ৩৫ জনের নাম ...

প্রথমবারের মত উপ-উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

         সাঈদ পান্থ, বরিশাল প্রথমবারের মত উপ-উপাচার্য (প্রো-ভিসি) পেল বরিশাল বিশ্ববিদ্যালয়। তিনি ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার ...

তিন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজে বন্ধ্যাত্ব বিরাজ করছে

           নির্মল বড়ুয়া মিলন :: তিন পার্বত্য জেলা (রাঙামাটি খাগড়াছড়ি, বান্দরবান) পরিষদ পরিচালনার জন্য এসব ...