প্রকাশিত: মার্চ ২১, ২০২৩ ১০:২২ পিএম

রামু প্রতিনিধি::
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২১ মার্চ বেলা আড়াইটায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন – বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম কোম্পানী।

সহকারী শিক্ষিকা সাইমন আরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক মোজাফফর আহমদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বর্ণা বড়ুয়া, মেঘনা রানী শর্মা, রোকসানা আকতার, আনোয়ারা বেগম, আসমা আকতার, কানিজ ফাতেমা রেখা প্রমুখ।

এতে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন- রেহেনা আকতার ও লুৎফা আকতার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্রী আদিবা আলম। সমাবেশে শতাধিক মা ও অভিভাবক উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন- রামু উপজেলার সবচেয়ে ঐতিহ্যবাহি এ বিদ্যালয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরও উন্নয়ন করা হবে। ছাত্রছাত্রীদের মেধা বিকাশে অভিভাবকদেরও বেশী সচেতন হতে হবে। মায়েরা চেষ্টা করলেই সন্তান সফল মানুষ হতে পারে।

এজন্য সার্বক্ষণিক শিক্ষার্থীদের পড়ালেখা তদারক করতে হবে। পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কর্মকান্ডেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাবেক এমপি জাফরসহ ৯৫ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে পেকুয়া থানায় মামলা

         মুকুল কান্তি দাশ, চকরিয়া.. কক্সবাজারের পেকুয়ায় চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমসহ ৩৫ জনের নাম ...

প্রথমবারের মত উপ-উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

         সাঈদ পান্থ, বরিশাল প্রথমবারের মত উপ-উপাচার্য (প্রো-ভিসি) পেল বরিশাল বিশ্ববিদ্যালয়। তিনি ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার ...

চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান

         মুকুল কান্তি দাশ,চকরিয়া.. নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান ...