নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরে দুই পর্যটককে ছুরিকাঘাত করে ফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাহিনীটি জানিয়েছে, শনিবার (১৮ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল এবং লুট করা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাছির উদ্দিন।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার সদরের চৌফলদণ্ডি ইউনিয়নের খামারপাড়া এলাকার বাসিন্দা আশরাফ উদ্দিন আরিফ, টেকপাড়া সিকদার মহল এলাকার ইরফান ফারদিন, মধ্যম বাহারছড়া এলাকার তাসনিমুল হাসান নাবিল, একই এলাকার মো. সাঈদ ও আবরার উদ্দিন।
ছিনতাইয়ের ঘটনায় রবিবার (১৯ মার্চ) দুপুরে এজাহার দায়ের করেন ভুক্তভোগী শুভ দে এর পিতা স্বাগতম চন্দ্র দে। তিনি চাঁদপুরের মনোহরকান্দি বিঞ্চুপুর এলাকার বাসিন্দা।
এজাহারে বলা হয়েছে, ঢাকা ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়ন ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে ১৬ মার্চ ৯০ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসেন। এর মধ্যে শুভ দে ও মো. আতিক হাসান শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের রাস্তা দিয়ে ঘুরতে যান। ওই সময় দুটি মোটরসাইকেলে আসা পাঁচ ছিনতাইকারী তাদের পথরোধ করে। এক পর্যায়ে তারা মারধর ও ছুরিকাঘাত করে দুটি মোবাইল ফোন ও কিছু টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানালে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই ঘটনায় পর্যটক আতিক হাসান কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত পাঁচ ছিনতাইকারীকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরি, দুটি মোটরসাইকেল ও টাকা উদ্ধার করা হয়েছে।’
পাঠকের মতামত