নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল ৪টার দিকে উখিয়া প্রেস ক্লাব হলরুমে এক আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উখিয়া প্রতিনিধি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জসিম আজাদ, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি পলাশ বড়ুয়া।
উপস্থিত ছিলেন, দৈনিক অধিকার পত্রিকার উখিয়া প্রতিনিধি সালা উদ্দিন আকাশ, কক্সবাজার জার্নাল সম্পাদক আব্দুল্লাহ আল আজাদ, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক বাঁকখালী প্রতিনিধি এইচকে রফিক উদ্দিন, কক্সবাজার টুডে সম্পাদক রিদুয়ানুর রহমান, দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার উখিয়া প্রতিনিধি এস এম রাহাত, দৈনিক সাগর দেশ পত্রিকার উখিয়া প্রতিনিধি ইমরান খান, দৈনিক কক্সবাজার বার্তার উখিয়া প্রতিনিধি কনক বড়ুয়া, দৈনিক খোলা কাগজের উখিয়া প্রতিনিধি মুসলিম উদ্দিন, চট্টগ্রাম-২৪এর হারুনুর রশিদ,নউখিয়া অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ও সিএসবি টুয়েন্টিফোর প্রতিনিধি বিশ্বজিৎ বড়ুয়া রকি।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক দেশ রূপান্তর স্বল্প সময়ের মধ্যে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকায় পরিণত হয়েছে। পত্রিকাটির অনুসন্ধানী প্রতিবেদন ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পত্রিকার শিরোনাম গুলো চমৎকার।দৈনিক দেশ রূপান্তর হাজার বছর বেঁচে থাকুক এ প্রত্যাশা। বক্তারা দেশ রূপান্তরের উত্তরোত্তর সফালতা কামনা করেন। এরপর দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত: অমিত হাবিবের জন্য দোয়া কামনা করেন।
পাঠকের মতামত