বিশ্বজীৎ বড়ুয়া রকি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩ ২:২৯ এএম , আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৩:১৭ এএম

 

উৎসবমূখর পরিবেশে উখিয়া উপজেলার ব্যস্ততম স্টেশন কোটবাজারস্থ এন.আলম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি ২০২৩) রাতে মার্কেট চত্বরে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে ব্যবস্থাপনা কমিটির তিনটি পদে নির্বাচন সম্পন্ন হয়। পরে ৪জনকে কো-অপট করে ৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটি পূর্ণাঙ্গ করা হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৭টি। তৎমধ্যে কাস্টিং হয়েছে ৯২ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে, সভাপতি পদে মৌলানা আবছার উদ্দিন ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ছিলেন মো: ছদর উদ্দিন।

সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ রাসেল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন শরীফ মাহমুদ শাহজাদা।

এছাড়াও ৪৯ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহমদ শরীফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন মাহবুবুল আলম।

শেষে নব-নির্বাচিত কর্মকর্তাবৃন্দ ও নির্বাচন পরিচালনা কমিটির সমম্বয়ে সহ-সভাপতি হিসেবে নুর হোসাইন নয়ন, নির্বাহী সদস্য হিসেবে কলিম উল্লাহ, আবেদ উল্লাহ, রাজিব নন্দীকে কো-অপট করা হয়।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন এড. মহিউদ্দিন মুন্না ও সাংবাদিক পলাশ বড়ুয়া।

উপস্থিত ছিলেন, এন. আলম শপিং কমপ্লেক্স এর সত্ত্বাধিকারী নুরুল আলম, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মু: আনোয়ার, সাংবাদিক ফারুক আহমদ, কোটবাজার দোকান মালিক সমিতির সভাপতি খুরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন প্রমুখ।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ সভাপতি- আবছার

করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, বালু সহ নৌকা জব্দ

         পঞ্চগড়ে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিককে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ...

ঘুমধুমে বিএনপি’র সমাবেশ জনসমুদ্রে পরিণত

         বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র ঘোষিত রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ও অর্থনৈতিক মুক্তির ...

বিজয় দিবসে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে সতর্ক অবস্থানে র‍্যাব

         ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সন্দেহভাজন ব্যক্তি অথবা নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিশেষ গোয়েন্দা ...

মিয়ানমারে দিনদুপুরে জ্বালানি তেলসহ খাদ্যপণ্য পাচারে জড়িত একটি সিন্ডিকেট

         মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আশঙ্কাজনক হারে জ্বালানি তেলসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য দিনদুপুরে পাচার হচ্ছে। তবে ...