কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১ টায় সমুদ্র সৈকতের রামু উপজেলার দরিয়ানগর পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হিমেল রায়।
নিহতের বয়স আনুমানিক ২৩ বছর বলে তথ্য দিলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এমনটি জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
হিমেল রায় বলেন, দুপুরে সমুদ্র সৈকতের রামু উপজেলা অংশের দরিয়ানগর পয়েন্ট সাগর থেকে কূলে ভেসে আসা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তিনি জিন্স প্যান্ট ও শীতের জ্যাকেট পরিহিত ছিলেন। ধারণা করা হচ্ছে- মঙ্গলবার ভোর রাতে যে কোন সময় তার মৃত্যু হয়েছে। ”
পরিদর্শক বলেন, “এটি নিছক কোন দুর্ঘটনা নাকি হত্যাকান্ড- এ ব্যাপারে পুলিশের নিশ্চিত কোন তথ্য নেই। ঘটনার রহস্য জানতে পুলিশ খোঁজ খবর নেওয়া
অব্যাহত রেখেছে। ”
নিহতের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান হিমেল রায়।
পাঠকের মতামত