রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে বেলজিয়ামের রানী মাথিন্ডে

দুই দেশের সম্পর্ক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে এ সফর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৬:০৪ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৬:২১ পিএম

 

পলাশ বড়ুয়া::

পাঁচ ঘন্টার সফরে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানী মাথিন্ডে ম্যারি ক্রিষ্টিন। সফরকালে তিনি জাতিসংঘের কার্যক্রমের পাশাপাশি নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্টির সাথে কথা বলেন। এছাড়াও বিভিন্ন দাতা সংস্থার পরিচালনাধীন সেবা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ পরিদর্শনে আসেন। এরপর পর্যায়ক্রমে ক্যাম্প-৩, ক্যাম্প-৪ এক্সটেনশন, ক্যাম্প-৫ পরিদর্শন করেন।

এ সময় তিনি এনজিও সংস্থার পরিচালনাধীন হুলিচাইল্ড লার্ণিং সেন্টার, কমিউনিটি সেন্টার, ইকোপার্ক, উইমেন মার্কেট, গণস্বাস্থ্য হাসপাতাল, বায়ুগ্যাস প্লান্টেশন পরিদর্শন করেন। এছাড়াও তিনি গাছের চারা রোপন করেন।

সফরকালে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বেলজিয়ামের রানীর এ সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতিসংঘের তত্বাবধানে রোহিঙ্গা জনগোষ্টিকে বাংলাদেশ যে সহায়তা করেছে তা আন্তর্জাতিক অঙ্গনে আরো প্রসার লাভ করবে। যা রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সাথে ফিরে যেতে সহায়ক হিসেবে কাজ করবে।

এদিকে বেলজিয়ামের রানী মাথিন্ডে ম্যারি ক্রিষ্টিন এর রোহিঙ্গা ক্যাম্প সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। কক্সবাজার থেকে উখিয়া পর্যন্ত প্রায় ৩০ কি:মি: সড়কের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তার স্বার্থে রানী আসা-যাওয়া সময় কক্সবাজার-টেকনাফ সড়কের যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, বেলজিয়ামের রানী’র রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসাকে কেন্দ্র করে পুরো ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে সকাল পৌনে ১০টার দিকে বেলজিয়ামের রানী মাথিন্ডে ম্যারি ক্রিষ্টিন বিশেষ বিমানে করে কক্সবাজার অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন।

সফরকালে তাঁর সাথে ছিলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

পাঠকের মতামত

  • উখিয়ার ৪ জেলেকে ৯ দিন হলো আরাকান আর্মি এখনো ছাড়েনি,পরিবারের আহাজারি
  • চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীকে নিয়ে পালংখালীবাসীর বিশাল আনন্দ মিছিল
  • মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ -ধর্ম উপদেষ্টা
  • মাদক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে এক মাসের আল্টিমেটাম
  • চকরিয়ায় “লহড়া তবলা” একাডেমির ৫ম প্রতিষ্টাবার্ষিকী ও গুরুকুল বইয়ের মোড়ক উন্মেচন
  • কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই প্রতারণার মাধ্যমে বিয়ের পিড়িতে চকরিয়ার নুর!
  • সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে-জিওসি
  • রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রকল্প সমন্বয়কারির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • আমরা জাহেলিয়াত মুক্ত নতুন প্রজন্ম তৈরি করতে চাই- মঞ্জুরুল ইসলাম
  • সিন্ডিকেট ভাংতে পঞ্চগড়ে শুরু হয়েছে নায্যমুল্যের বাজার  
  • উখিয়ার ৪ জেলেকে ৯ দিন হলো আরাকান আর্মি এখনো ছাড়েনি,পরিবারের আহাজারি

             প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার ৪ জেলেকে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মি নাফনদী থেকে আটকের ৯ দিন ...

    চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীকে নিয়ে পালংখালীবাসীর বিশাল আনন্দ মিছিল

               নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-আহ্বায়ক মনোনীত হওয়ায় উখিয়া ...

    মাদক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে এক মাসের আল্টিমেটাম

               পঞ্চগড় প্রতিনিধি। দীর্ঘ কুড়ি বছর থেকে পঞ্চগড় শহরের উপকন্ঠে রাজনগড় নতুন বস্তি এলাকায় দশটি ...

    চকরিয়ায় “লহড়া তবলা” একাডেমির ৫ম প্রতিষ্টাবার্ষিকী ও গুরুকুল বইয়ের মোড়ক উন্মেচন

             মুকুল কান্তি দাশ,চকরিয়া চকরিয়ার স্বনামধণ্য তবলার প্রতিষ্টান “লহড়া তবলা” একাডেমির ৫ম প্রতিষ্টা বার্ষিকী ও “গুরুকুল” ...

    কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই প্রতারণার মাধ্যমে বিয়ের পিড়িতে চকরিয়ার নুর!

             নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া পরবর্তীতে কানাডায় বসবাসরত নুর বেগম নামের এক ...

    সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে-জিওসি

             প্রতিনিধি। রামু সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। ১৯৭১ সালের ...

    রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রকল্প সমন্বয়কারির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

             স্টাফ রিপোর্টার, রামু কক্সবাজারের রামুতে আর্ন্তজাতিক দাতা সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর শিক্ষা প্রকল্পের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ...