আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে পঞ্চগড় ১ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় ১ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোভিড ১৯ ভ্যাকসিনেশন প্রোগ্রাম এডিবি’র টিম লিডার ডাঃ মওলা বকস চৌধূরী, পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুল হাসান, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম অন্যানের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান ও রেনু একরাম, থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মোঃ এমদাদুল হক, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত