রোহিঙ্গা ক্যাম্পে আরসার ২৮ সন্ত্রাসীর ছবিসহ পোষ্টার লাগানোর একদিন পার না হতেই গোলাগুলির ঘটনা ঘটেছে আজ। তবে এ সময় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
রোববার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প ১৮ এর এইচ ৫৬ ব্লকে এ ঘটনা ঘটেছে।
সূত্রে জানা গেছে, রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা কর্তৃক ২০-২৫ সদস্যদের একটি দল আকস্মিক প্রবেশ করে ১৫/২০ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
এ ব্যাপারে ক্যাম্প ১৮ এর ব্লক মাঝি মোসতাক ও মাঝি ইমাম হোসেনের সাথে কথা বলে জানা গেছে, ঐ ক্যাম্পের ইসলামি মাহাজের মৌলভি রফিক ও কাদেরের উপর হামলা করতে আসে সন্ত্রাসীরা।
তাৎক্ষণিক খবর পেয়ে ৮ এপিবিএন ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এমনটি জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ।
এদিকে গত শনিবার গভীর রাতে বিভিন্ন ক্যাম্পে কে বা কারা রোহিঙ্গা ক্যাম্পে আরসা প্রধান আতা উল্লাহ জুনুনিসহ ২৮জনকে সন্ত্রাসী উল্লেখ করে ছবি সহকারে পোষ্টার লাগিয়েছে। এ ঘটনার পর থেকে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে গেছে এমনটি মনে করছে সাধারণ রোহিঙ্গারা।
পাঠকের মতামত