ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ২১, ২০২৩ ১০:৫২ পিএম

 

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী সহ ২৮ জনকে শীর্ষ
সন্ত্রাসী উল্লেখ করতে ধরিয়ে দিতে বার্মিজ ভাষায় পোস্টার লাগানো হয়েছে।

শনিবার সকাল থেকে উখিয়ার কুতুপালং ও বালুখালীর বিভিন্ন ক্যাম্পে এ ধরনের পোস্টার দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সাধারণ রোহিঙ্গারা। তবে পোস্টারটি কারা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সন্ধ্যা ৭ টার দিকে পোস্টারটি দেখা যাচ্ছে বলে স্বীকার করেছেন ৮-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর।

তিনি জানান, পোস্টার বিভিন্ন ক্যাম্পে দেওয়া হয়েছে সেটা সঠিক। তবে তা এপিবিএন প্রকাশ করেনি। পোস্টারে থাকা ব্যক্তিরা কোন মামলার আসামি হলে
তাদের যে কোনভাবে গ্রেপ্তার করা হবে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, দুপুরের দিকে ২৮ জন রোহিঙ্গা চিহ্নিত সন্ত্রাসীকে ধরিয়ে দিতে
পোস্টার সাটাই করার বিষয়টি পুলিশ স্থানীয়দের মাধ্যমে জেনেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে যে কোন সময় পোস্টারগুলো বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সাটানো হয়েছে। তবে কারা- এই পোস্টারগুলো সাটাই করেছে পুলিশ তা নিশ্চিত নয়।

” পোস্টারে ধরিয়ে দিতে নাম থাকা ২৮ জনই চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। ”

পোস্টার সাটাই করার বিষয়টি পুলিশের কাছে মুখ্য নয়, পোস্টারে ছবিসহ নাম থাকা প্রত্যেকেই যেহেতু অপরাধী এবং মামলা রয়েছে; তাই তাদের সন্ধান পাওয়ামাত্রই গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেনে বলে জানান এপিবিএন এর সহকারি পুলিশ সুপার।

পোস্টারে থাকা ২৮ জনের মধ্যে ২৫ জনের নাম নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন, আরকান রোহিঙ্গা স্যালভ্যাশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী, হেদায়েত উল্লাহ ওরফে খালেদ, মৌলভী মোস্তাক, মৌলভী লাল মোহাম্মদ
ওরফে বোরহান, নুর কামাল ওরফে সমি উদ্দিন, ইব্রাহীম, মৌলভী জাকারিয়া, কাউসার ওরফে সাবের, খায়রুল আমিন ওরফে ইব্রাহীম, আলী জোহর, হাফেজ ইউনূছ, সানাউল্লাহ, জুলাইয়ার, শফিক, নুর মাহমুদ, হাফেজ নুর মোহাম্মদ, আব্দুর রহমান, হাসান, জাহিদ হোসেন ওরফে লালু, মাস্টার আব্দুর রহিম, জান্নাত
উল্লাহ, মোহাম্মদ সলিম, মাহামুদুর রহমান, মোহাম্মদ জুবাইয়ের, মোহাম্মদ
আলম ওরফে মুসা।

বালুখালী ক্যাম্পে-৮ এর মাঝি মোহাম্মদ খলিল জানিয়েছেন, পোস্টারে বার্মিজ ভাষায় লেখা হয়েছে ‘তারা সন্ত্রাসী। এ মানুষগুলোকে ধরিয়ে দেওয়ার আহ্বান। যদি কোনো ক্যাম্পে কেউ তাদের দেখতে পায় তাহলে সংশ্লিষ্টদের অবহিত করার জন্য বলা হলো। পোস্টারে অস্ত্রসহ সন্ত্রাসীদের ছবি প্রকাশ করা হয়েছে। সঙ্গে অনেকের ফ্যামিলি কাউন্টিন নম্বরও দেওয়া
হয়েছে।’

মোহাম্মদ খলিল বলেন, ‘তাদের গ্রেপ্তার করতে পারলে ক্যাম্পে শান্তি ফিরবে। আমরাও চেষ্টা করছি তাদের ধরিয়ে দিতে। ক্যাম্পের অর্ধেক অপরাধ এদের
নিয়ন্ত্রণে চলে। বিভিন্ন সময় অস্ত্র ও সন্ত্রাসী মহড়াতেও তাদের দেখেছি।’

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ আরসা প্রধান সহ ২৮ রোহিঙ্গাকে ধরিয়ে দিতে ক্যাম্পে পোস্টার!

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

         গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে শীতের দোকানে চলছে কাপড় বেচা-কেনা

         কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে-বাইরে গড়ে ওঠা শীতের দোকানে চলছে কাপড়ের বেচা-কেনা।এতে অনেক রোহিঙ্গা নারী-পুরুষ ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হলে মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা

         বাস্তুচ্যুত রোহিঙ্গারা শরনার্থী জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তারা ...

সেন্টমার্টিনে পরিচ্ছন্ন অভিযানে ১২০০ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ

         দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় দুইদিনব্যাপ পরিচ্ছন্নতা অভিযান করছেন ...

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার

         কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায় খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির দায়ে জরিমানা

         উখিয়ার কোর্টবাজারে খোলাবাজারে বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য। কয়েকটি মুদির দোকানে ...