প্রকাশিত: জানুয়ারী ৫, ২০২৩ ৩:৫৫ পিএম

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় প্রচন্ড শীত ও ঘন কুয়াশার কারনে বোরো বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখছেন কৃষকরা। ফলে, বীজতলা রক্ষা পাবেন বলে জানান কৃষকরা।

কৃষকরা বলছেন, প্রচন্ড ঠান্ডা ও কুয়াশার কারনে বোরো বীজতলা হলদে ও লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাই বীজ রক্ষায় কৃষকরা বোরো বীজ তলা পলিথিন দিয়ে ঢেকে রাখছেন যেন তা নষ্ট না হয়।

কৃষি অফিসের পরামর্শে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখছেন বলে জানান কৃষকরা।

নওগাঁ জেলা কৃষি কর্মকর্তা আবু হােসান বলেন, প্রচন্ড ঠান্ডা ও ঘনকুয়ায় বোরো বীজতলা বড় হতে পারেনা, সেই সাথে হলদে ও লাল হয়ে মরে যাওযার পাশাপাশি পচে যায়। তিনি বলেন, যদি পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখা হয় তাহলে বোরো বীজ নষ্টের সম্ভাবনা নেই, তবে বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে রাখার জন্য কৃষকদের প্রতি আহবান জানান তিনি।

নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা বোরো চাষের জন্য জমিতে বীজতলা তৈরি করছেন। গত কয়েকদিন থেকে প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশা পড়তে শুরু করায় হলদে ও লাল রং ধারন করতে শুরু করেছে বোরো বীজতলা।

নওগাঁ জেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর বেরো চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৮০,০০০ হাজার ৭ হেক্টর জমিতে। বিল মান্দা, আত্রাই সুষ্টি বিল, নওগাঁর হাসায়গাড়ী ধারের জমিতে আগাম বোরো চাষ করেন এলাকার কৃষকরা।
অপর দিকে আলু তোলার পরও কৃষকরা বোরো চাষ করেন। আলু তোলার পরে বোরো চাষ করতে কৃষকেরবীজ তৈরিতে সমস্যা না হলেও আগাম বোরো চাষের জন্য বীজতলা তৈরিতে ঠান্ডা ও ঘন কুয়াশায় বোরোর বীজতলা তৈরি করতে কৃষকদের বিড়াম্বনার পাশাপাশি কষ্টের মধ্যে পড়তে হয়।

পাঠকের মতামত

সীমান্ত থেকে ক্রিষ্টাল মেথ আইস ও হিরোইনসহ আটক ১

         পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১.৭৯০ ...

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে তৃতীয় ধাপে শীতবস্ত্র দান সম্পন্ন

         বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর দেশ জুড়ে ২৮টি অঞ্চল/শাখার সমন্বয়ে তৃতীয় ধাপে শীতবস্ত্র দান কর্মসূচি ...

পঞ্চগড়ে ১৩শ শিক্ষার্থীকে শীতের কাপড় ও স্কুল ব্যাগ উপহার

         পঞ্চগড়ে ১৩শ শিক্ষার্থীকে শীতের কাপড় ও স্কুল ব্যাগ উপহার দিচ্ছেন তেঁতুলিয়া শিশু স্বর্গ ফাউন্ডেশন। এই ...

করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, বালু সহ নৌকা জব্দ

         পঞ্চগড়ে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিককে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ...

ঘুমধুমে বিএনপি’র সমাবেশ জনসমুদ্রে পরিণত

         বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র ঘোষিত রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ও অর্থনৈতিক মুক্তির ...