চকরিয়ায় “লহড়া তবলা” একাডেমির ৫ম প্রতিষ্টাবার্ষিকী ও গুরুকুল বইয়ের মোড়ক উন্মেচন
মুকুল কান্তি দাশ,চকরিয়া চকরিয়ার স্বনামধণ্য তবলার প্রতিষ্টান “লহড়া তবলা” একাডেমির ৫ম প্রতিষ্টা বার্ষিকী ও “গুরুকুল” ...
উখিয়া প্রতিনিধি ::
কক্সবাজারের উখিয়ায় মাটি ভর্তি একটি ডাম্পার গাড়ী জব্দ করেছে বনবিভাগ। বর্তমানে গাড়ীটি বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিনমারা এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন রাজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া সদর বিট কর্মকর্তা, মো. সাজ্জাদুজ্জামানসহ বনকর্মীরা।
জানা যায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতরবিল এলাকার সালাউদ্দিন নামের এক পাহাড় খেকো বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে পাহাড়, বন উজাড় করে মাটি পাচার করে আসছিল।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সালাউদ্দিনের আস্তানা থেকে মাটি ভর্তি ডাম্পারটি আটক করা হয়।
পাঠকের মতামত