কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কৃষকলীগ নেতা জাহাঙ্গীর আলম (৪৫) অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন। দীর্ঘ ১৯ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে বুধবার সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ( চমেক) হাসপাতালে মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই ইউপি সদস্য জাফর আলম।
জাহাঙ্গীর আলম উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকার বাসিন্দা ও শিলখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।
শিলখালী ইউপির সদস্য নিহতের বড় ভাই জাফর আলম বলেন,গত ৪ নভেম্ভর চকরিয়া থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা (সিএনজি) করে বাড়িতে আসছিলেন। বানৌজা শেখ হাসিনা ঘাঁটি মহাসড়কের পহঁরচাদা মাদরাসা গোল চত্তর পয়েন্টে দ্রুতগামী গাড়িটি উল্টে গিয়ে গুরুতর আহত হন তিনি।
তাকে পেকুয়া সরকারি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে চট্টগ্রামের এভার কেয়ার হসপিটালেও কিছুদিন চিকিৎসা দেয়া হয়েছে। মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। দীর্ঘদিন আইসিওতে রাখা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে এগারোটায় তিনি চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন অবস্হায় মৃত্যুবরণ করেন।
পাঠকের মতামত