সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে-জিওসি
প্রতিনিধি। রামু সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। ১৯৭১ সালের ...
বিপুল উৎসাহ উদ্দীপনায় কোটবাজার-উখিয়া ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির লিঃ এর নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
১৮ নভেম্বর রত্নাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকেল ৩টা পর্যন্ত।
সকাল ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।
কেন্দ্র ঘুরে দেখা গেছে, সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ পর্যন্ত ভোটের পরিস্থিতি ভালো। শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪৯৮ ভোটের মধ্যে ১৮০ভোট কাস্টিং হয়েছে।
পাঠকের মতামত