সেনাবাহিনীর সদসারা বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ এক সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে গত বুধবার রাত প্রায় ১০ টায়।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের লেম্বুছড়ি পাড়া থেকে তাকে আটক করা হয়।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনারদিন রাতে কাপ্তাই সেনা জোনের বাঙ্গালহালিয়া কাাম্পের সেনা সদসাারা বিশেষ অভিযান চালিয়ে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের লেম্বুছড়ি পাড়া থেকে রনজিৎ কুমার তনচংগ্যাকে (৫৫) আটক করা হয়। তার কাছ থেকে দেশিয় তৈরী ১টি পিস্তল, ৪ রাউন্ড এাামুনিশন, ১টি ব্যাগ, ১টি চাকু, ১টি জাতীয় পরিচয়পত্র, ৩টি মোবাইল, ২টি সিম, ১টি চার্জার, ১টি পাওয়ার বাাংক উদ্ধার করা হয়।
আটক রনজিৎ জেএসএসের(মূল) একজন সক্রিয় সদসা ও গ্রুপ লিডার বলে জানা গেছে। তার বিরোদ্ধে একাধিক হত্যাকান্ড ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
পার্বত্য চট্টগ্রামে শান্তি- শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সেনাবাহিনীর এধরনের অভিযান অবাাহত থাকবে বলে সূত্র জানায়।
আটক সন্ত্রাসীকে উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে বৃহস্পতিবার বিকেলে যোগাযোগ করা হলে ঘটনার সতাতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটক আসামীর বিরোদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
পাঠকের মতামত