জন্মরোধ করতে হলো চারি অপায় বন্ধ করতে হবে। চারি অপায় বন্ধ করতে হলে বিশুদ্ধ চিত্তে, বিশুদ্ধ ভাবে ধর্ম আচরণ করতে হবে। কারণ, বুদ্ধের ধর্ম চিত্ত প্রধান ধর্ম। অন্যথায় দূর্লভ মনুষ্য জীবন সার্থক হবে না।
৬ নভেম্বর পশ্চিমবঙ্গের কোলকাতার আলিপুরস্থ “ধম্মজ্যোতি বুদ্ধ বিহারে” ভারতীয় উপ-সংঘরাজ শ্রীমৎ ধর্মদর্শী মহাথের’র সভাপতিত্বে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে প্রধান সদ্ধর্মদেশকের বক্তব্যে বাংলাদেশের আশুলিয়া আন্তর্জাতিক বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের পরিচালক আসিন জিন রক্ষিত মহাথের এসব কথা বলেছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোলকাতার পৌরসংস্থার মেয়র ফরহাদ হাকিম ববি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক শ্রীমৎ বুদ্ধপ্রিয় মহাথের, বাংলাদেশী বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়াসহ প্রতিনিধি দলের সদস্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ধম্মজ্যোতি বুদ্ধ বিহারের অধ্যক্ষ বুদ্ধ নন্দ ভিক্ষু।
পাঠকের মতামত