কাপ্তাই প্রতিনিধি::
কাপ্তাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে
বুধবার (২৬ অক্টোবর)।
অভিযানে প্রায় ২শ’ ৫৬ লিটার মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা মদ ও মদ তৈরির সরঞ্জাম
জনসম্মূখে ধ্বংস করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৪টি মামলা এবং ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের নোয়াপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারজান হোসাইন। এসময় রাঙামাটি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক সহ থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
প্রসঙ্গত, কাপ্তাইয়ের ওয়াগ্গার নোয়াপাড়া নামক দুর্গম পাহাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে মদ তৈরি করে তা দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনারদিন অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
পাঠকের মতামত