কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) শাখায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছ উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও উৎপাদন ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কাপ্তাইয়ের এলপিসি শাখার প্রধান ফটকের নিরাপত্তা শাখার ওপর ডালাপালা ও লেকভিউতে গাছ উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হয়।
প্রায় ১৮ঘন্টা পর বিদ্যুৎ বিভাগের লোকজন ডালপালা ও গাছ সরিয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর এলপিসি শাখা উৎপাদনে যায়।
লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) শাখার উৎপাদন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে এলপিসির নিরাপত্তা বিভাগের আওতাধীন প্রধান ফটক ও লেকভিউতে গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে উৎপাদন ব্যাহত হয়। প্রায় ১৮ ঘণ্টা পর বিদ্যুৎ বিভাগের লোকজন এসে মেরামত শেষে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর পুনরায় পুনরায় উৎপাদন শুরু হয়।
পাঠকের মতামত