কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ৫৭৮ ভোট পেয়ে (আনারস) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহীনুল হক মার্শাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমর্থিত মোস্তাক আহমদ চৌধুরী (মোটরসাইকেল) পেয়েছেন ৩৯৫ ভোট। জগদীশ বড়ুয়া (প্রজাপতি) পেয়েছেন ৯ ভোট এবং নুরুল আবছার (তালগাছ) পেয়েছেন মাত্র এক ভোট।
এ ছাড়াও সদস্যপদে সদরে মাহমদুল হক মদু, রামুতে, ফরিদুল আলম, টেকনাফে জাফর আলম, উখিয়ায় হুমান কবির চৌধুরী, পেকুয়ায় এইচএম শওকত, চকরিয়ায় আবু তৈয়ব, ঈদগাঁওয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আরিফুল ইসলাম, কুতুবদিয়ায় নুরুল ইসলাম সিকদার ভোট্রো, মহেশখালীতে শহিদুল ইসলাম মুন্না সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া থেকে তানিয়া আফরিন; উখিয়া, টেকনাফ ও রামু থেকে আশরাফ জাহান কাজল এবং কক্সবাজার সদর, ঈদগাঁও এবং মহেশখালী থেকে হুমায়রা বেগম নির্বাচিত হয়েছেন।
গতকাল বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
এর আগে সকাল ৯টা থেকে জেলার কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, রামু, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়ায় মোট ৯ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়।
পাঠকের মতামত