চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মারামারির ঘটনায় জখম অবস্থায় গ্রেপ্তার হয়েছিল মো. হাফিজ আল আসাদ প্রকাশ ফাহিম (২৬)। ছুরিকাঘাতে তার এক হাত জখম হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ডাক্তার অপারেশনের সিদ্ধান্ত নিয়ে তাকে অপারেশন থিয়েটারে নেয়। তবে পুলিশের কাছ থেকে বাঁচতে দায়িত্বরত ডাক্তারের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় আসামি হাফিজ।
রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চমেক হাসপাতালে এ ঘটনা ঘটে। মো. হাফিজের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। তিনি নগরের পতেঙ্গা থানা এলাকায় ভাসমানভাবে থাকতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গতকাল রোববার সকালে মারামারির একটি ঘটনায় পতেঙ্গা এলাকার বাসিন্দা মিন্টু মিয়ার দায়ের করা মামলায় হাফিজকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার এক হাত জখম হওয়ায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক হাসপাতালে ভর্তি দেন। সেখানে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামি পালিয়ে যায়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নুর বলেন, আসামিকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। তার হাতে জখম থাকায় বিকেলে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটারে পুলিশের প্রবেশের অনুমতি নেই। তাই পুলিশ বাইরে ছিল। কিন্তু আসাদ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। আমরা তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।
পাঠকের মতামত