সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২ ১:১৩ এএম

রামু উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার, ১১ অক্টোবর সকালে রামুর জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।

টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন- উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. রিপন চৌধুরী, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, পরিচালনা কমিটির সভাপতি আওরঙ্গজেব টিপু, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) দর্পণ বড়ুয়া, সহকারি স্বাস্থ্য পরিদর্শক অরিন্দ্র বড়ুয়া ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।

উদ্বোধন অনুষ্ঠানে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন- প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সফল টিকাদান কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ কোভিড-১৯ পরিস্থিতি যথাসম্ভব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এখন ৫-১১ বছর বয়সী শিশুদেরও এ কার্যক্রমের আওতায় নিয়ে আসা হচ্ছে। এটা সরকারের অনেক বড় প্রশংসনীয় উদ্যোগ।

এর ফলে আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা আরো নিশ্চিত হবে। তিনি এ টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

রামু উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান- দেশব্যাপী ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এরই আওতায় রামুতে ১৩ দিনের কর্মসূচি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় ১২ দিন স্কুল পর্যায়ে এবং ১ দিন  পর্যায়ে টিকাদান কর্মসূচি চলমান থাকবে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ করোনা

কাপ্তাইয়ে করোনা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

সেপ্টেম্বর ২৮, ২০২২
৪:৫০ পিএম

সাবেক এমপি জাফরসহ ৯৫ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে পেকুয়া থানায় মামলা

         মুকুল কান্তি দাশ, চকরিয়া.. কক্সবাজারের পেকুয়ায় চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমসহ ৩৫ জনের নাম ...

প্রথমবারের মত উপ-উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

         সাঈদ পান্থ, বরিশাল প্রথমবারের মত উপ-উপাচার্য (প্রো-ভিসি) পেল বরিশাল বিশ্ববিদ্যালয়। তিনি ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার ...

তিন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজে বন্ধ্যাত্ব বিরাজ করছে

           নির্মল বড়ুয়া মিলন :: তিন পার্বত্য জেলা (রাঙামাটি খাগড়াছড়ি, বান্দরবান) পরিষদ পরিচালনার জন্য এসব ...