সিন্ডিকেট ভাংতে পঞ্চগড়ে শুরু হয়েছে নায্যমুল্যের বাজার
পঞ্চগড় প্রতিনিধি উত্তরের জেলা পঞ্চগড়ের বাজার সিন্ডিকেট ভাংতে এবং ক্রেতাদের হাতে নায্যমুল্যে সবজি তুলে ...
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী (৮৮) হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে চট্টগ্রাম নগরের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পেট ব্যথাসহ নানা সমস্যায় ভুগছেন হেফাজতের আমির। এ কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে।’
প্রসঙ্গত, জুনাইদ বাবুনগরীর মৃত্যুর পর ২০২১ সালের আগস্টে হেফাজতে ইসলামের আমির হিসেবে দায়িত্ব পান চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসার মুহতামিম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
পাঠকের মতামত