সাবেক এমপি জাফরসহ ৯৫ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে পেকুয়া থানায় মামলা
মুকুল কান্তি দাশ, চকরিয়া.. কক্সবাজারের পেকুয়ায় চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমসহ ৩৫ জনের নাম ...
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার সোনাইছড়িতে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় বহনকারী একটি ইজিবাইক জব্দ করা হয়।
জানা গেছে, ২৮ সেপ্টেম্বর গভীর রাতে সোনাইছড়ি ইউনিয়নের নান্নাকাটা এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ।
আটককৃতরা হলো, কক্সবাজার জেলার রামু উপজেলার পশ্চিম হালদারকুল এলাকার বাসিন্দা মোবারক হোসেন (২০) ও রাজারকুল এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (১৬)।
সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবি সিদ্দিক জানিয়েছেন, বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় আটককৃতদের হেফাজতে থাকা ৪০ লিটার চোলাই মদ উদ্ধার এবং একটি ব্যাটারি চালিত অটো রিক্সা আটক পূর্বক জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত