কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকায় দিন দুপুরে দুইটি দোকান থেকে নগদ আড়াই লাখ টাকা টাকা লুট করে নিয়ে গেছে এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। সে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্হানীয়রা বলছেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের
৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জাফরুল ইসলাম বাবুলের সিন্ডিকেট সদস্য ও জাবু হত্যা মামলার আসামীরা অবৈধ অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি ছুড়ে।
তারা আরো বলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল গ্রামের আবু সৈয়দ এর ছেলে বদিউর রহমান, আজিজুর রহমান প্রকাশ কালা চাঁন, শফিকুল ইসলাম মানিক সহ একাধিক সন্ত্রাসী দেশী অস্ত্র নিয়ে এ হামলা চালায়।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)দুপুর দুইটার দিকে বড়তলি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সাইফুদ্দিন সবুজ বলেন, জাবু হত্যার প্রধান আসামী রিজভীর নেতৃত্বে পাঁচ ছয় জন সংঘবদ্ধ ডাকাত দল এঘটনা ঘটিয়েছে।
এ সময় ২টির বেশি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। ডাকাত দলকে বাধা দিতে গিয়ে আবুল ফয়েজ নামক একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় এলাকায় থমথমে ও আতংক বিরাজ করছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো লিখিত অভিযোগ জমা হয়নি বলে জানিয়েছেন উখিয়া থানা পুলিশ।
পাঠকের মতামত