কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালীর গহীণ বনে যৌথ অভিযান চালিয়ে ৩টি ড্রেজার মেশিন জব্দ করেছে। এসময় অস্থায়ী একটি ঝুপড়ি ঘরের নিচের সুড়ঙ্গ থেকে ২টি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও বিপূল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) বিকেল ৪-৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, পালংখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড়ে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী সিন্ডিকেট। এরই প্রেক্ষিতে বনবিভাগ অভিযান পরিচালনা করে ৩টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে। পরে আশে-পাশে তল্লাশি করে ২টি এক নলা বন্দুক ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করে।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, বিট কর্মকর্তা বজলুল হক, দুলাল চন্দ্র, রাকিব হোসেন ও মোহাম্মদ সাজ্জাদ।
জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু পূর্বক বনবিভাগ ও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
পাঠকের মতামত