নিজস্ব প্রতিবেদক::
১০ হাজার পিস ইয়াবা পাচার মামলায় উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের এক রোহিঙ্গা হিজড়াকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত হিজড়া হচ্ছে-উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্পের ব্লক-এফ এর বাসিন্দা মোস্তফা কামাল সন্তান শামসুল আলম প্রকাশ কাজল শাহা হিজড়া (২০)।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সুলতানুল আলম এ তথ্য জানিয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ আগস্ট কক্সবাজার সদরের লিংক রোড এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা তৃতীয় লিঙ্গের শামসুল আলম প্রকাশ কাজল শাহাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে তার বিরুদ্ধে মামলা হলে তা তদন্ত করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।
পাঠকের মতামত