কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে রাতের আঁধারে আবারো কুপিয়ে হত্যা করা হয়েছে রোহিঙ্গা যুবককে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩ টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প ৪ এক্সটেনশনে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।
নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ এরশাদ (২২) বলে জানিয়েছে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন, ক্যাম্প ৪ এক্সটেনশনে এরশাদ নামের এক রোহিঙ্গা যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুস্কৃতিকারিরা। এঘটনায় আটক হয়নি কেউ। এজাহার পেলে মামলা রুজু করা হবে।
স্বজনরা বলছে রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা না করায় স্বেচ্ছাসেবক মোহাম্মদ জাফরকে নিমর্মভাবে খুন করেছে সন্ত্রাসীরা।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তিনি হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত বলতে পারেননি। এব্যাপারে এপর্যন্ত দায়িত্বরত এবিপিএন এর কোন বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বুধবারও একই সময়ে উখিয়ার ময়নারঘোনা ক্যাম্প-১৮ তে জাফর নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।
পাঠকের মতামত