সিএসবি ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২ ১১:১৫ পিএম

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইমাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা নির্বাচন কর্মকর্তা। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন সিনিয়র কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক।

রবিবার (১৮ সেপ্টেম্বর) প্রার্থীদের মনোনয়ন বাছাইপর্বে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। আজিজুল ইমাম চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

এদিকে যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান (সদর) ফরিদুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তৈয়ব উদ্দিন চৌধুরী। মনোনয়নপত্র বহাল রয়েছে জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেনের।

মনোনয়নপত্র দাখিলের দিন আজিজুল ইসলাম চৌধুরী বলেছিলেন, ‘জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী বাকি দুজন নির্বাচনে প্রার্থী হয়েছেন। এটাই দলের নির্দেশনা।’ তিনি যাচাই-বাছাইয়ে টিকে গেলে অন্য দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন।

এদিকে বিদ্রোহী প্রার্থী ফরিদুল ইসলাম এবং তৈয়ব উদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, আওয়ামী লীগ জেলা কমিটির দলীয় সিদ্ধান্ত মোতাবেক তিন জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে একজন থাকবেন। তারা আরও জানিয়েছিলেন, আজিজুল ইমাম চৌধুরী ঋণখেলাপি- এটা তারা জানেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন অফিস সর্বদা সজাগ থাকবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র গ্রহণ করেছি। আজকে মনোনয়নপত্র বাছাইয়ে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল ইমাম চৌধুরীর মনোনয়ন বাতিল হয়েছে। ঋণখেলাপি থাকার কারণে তা বাতিল করা হয়েছে।’

উল্লেখ্য, জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট চার জন মনোনয়ন দাখিল করেছিলেন। সাধারণ সদস্যের ১৩টি পদের বিপরীতে ৪৮ জন এবং সংরক্ষিত নারী সদস্যর পাঁচ পদের বিপরীতে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। আর এই নির্বাচনে ভোটার রয়েছেন ১৪৭৯ জন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ আওয়ামী লীগ

বাংলাদেশে দুর্নীতি বেড়েছে: টিআইবি

জানুয়ারী ৩১, ২০২৩
৬:৩৬ পিএম

আবারও বেড়েছে শীতের প্রকোপ

জানুয়ারী ১৮, ২০২৩
৯:২১ পিএম

বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: হানিফ

জানুয়ারী ১৬, ২০২৩
১০:০৪ পিএম

সাবেক এমপি জাফরসহ ৯৫ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে পেকুয়া থানায় মামলা

         মুকুল কান্তি দাশ, চকরিয়া.. কক্সবাজারের পেকুয়ায় চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমসহ ৩৫ জনের নাম ...

প্রথমবারের মত উপ-উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

         সাঈদ পান্থ, বরিশাল প্রথমবারের মত উপ-উপাচার্য (প্রো-ভিসি) পেল বরিশাল বিশ্ববিদ্যালয়। তিনি ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার ...

তিন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজে বন্ধ্যাত্ব বিরাজ করছে

           নির্মল বড়ুয়া মিলন :: তিন পার্বত্য জেলা (রাঙামাটি খাগড়াছড়ি, বান্দরবান) পরিষদ পরিচালনার জন্য এসব ...