ডেস্ক নিউজ
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২ ১২:৫৪ পিএম

 

কয়েকদিন ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বরাবরই এ ধরনের অস্থিরতার কূটনৈতিক সমাধানের কথা বলছে বাংলাদেশ।

সম্প্রতি মিয়ানমার থেকে ছোড়া মর্টারের গোলার আঘাতে বাংলাদেশী নিহতের ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ফের তলব করা হয়েছে। এ নিয়ে এক মাসের মধ্যে চতুর্থবারের মতো তলব করা হচ্ছে সামরিক জান্তা শাসিত দেশটির রাষ্ট্রদূতকে।

এ বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়েছে। মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে বান্দরবানের ঘুমধুম ঘোনারপাড়া সীমান্তে শূন্যরেখায় মর্টারের গোলা এসে বিস্ফোরণ হয়। এতে মোহাম্মদ ইকবাল (২৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আট জন।

সবশেষ ৪ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মাইনুল কবির একই ঘটনায় রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে প্রতিবাদপত্র দেন।

গত ২০ ও ২৮ আগস্টও মিয়ানমার থেকে মর্টারের গোলা বাংলাদেশ সীমানায় এসে পড়ে। সে কারণে ২১ ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় ঢাকা।

রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতের ধারাবাহিকতায়ই এমন ঘটনা ঘটে চলেছে বলা হচ্ছে। তবে সবকিছু মাথায় রেখেই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে বাংলাদেশ।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ কূটনৈতিক

টেকনাফে ভূমিদস্যুর হামলায় পুলিশ,বনবিভাগের কর্মকর্তা ও সংবাদিকসহ আহত-৮

         কক্সবাজারের টেকনাফে উত্তেজিত ভূমিদস্যুদের হামলায় পুলিশ কর্মকর্তা ও বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা এবং সংবাদকর্মীসহ ৮ জন ...

উখিয়ায় কলেজছাত্রীর লাশ উদ্ধার!

         কক্সবাজারের উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে আনিকা সুলতানা লিপি (১৮) নামের এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ...

টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার,অপহৃত উদ্ধার!

         কক্সবাজারের টেকনাফের লম্বরী এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণ নিতে আসা অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ...

উখিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ!

          কক্সবাজারের উখিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।পরে ভুক্তভোগী শিক্ষার্থী ...