মোঃ নজরুল ইসলাম লাভলু
প্রকাশিত:
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৮:২৫ পিএম
কাপ্তাই উপজেলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছে হরিণছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার। কাপ্তাই শিক্ষা বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, শিক্ষক ফেরদৌস আক্তার কাপ্তাই উপজেলায় প্রথম মহিলা উডব্যাজার। তিনি এরআগেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
তার এই অর্জনে কাপ্তাই উপজেলা শিক্ষা অফিস, উপজেলা স্কাউটসসহ বিভিন্ন সংগঠন থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
এবিষয়ে যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এবছর কাপ্তাইয়ে ১১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব বাছাই করা হয়।
পাঠকের মতামত