শহীদুল ইসলাম::
ইউপি চেয়ারম্যান কর্তৃক অমানুষিক নির্যাতনের শিকার হয়ে এক কলেজ ছাত্র পরীক্ষা দিতে পারেনি আজ। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নে এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত কলেজ শিক্ষার্থী আমিনুল করিম আরাফাত (১৯) কক্সবাজার সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র এবং হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকার মৃত আলী আহমদের ছেলে।
জানা গেছে, ১৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে মরিচ্যা পাতাবাড়ী রোড়ের উত্তর পার্শ্বে আহমদ বিরানী হাউস থেকে চৌকিদারের মাধ্যমে ওই শিক্ষার্থীকে ধরে নিয়ে কোন কারণ ছাড়া তার উপর দফায় দফায় অমানুষিক নির্যাতন চালায় হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।
পরে কলেজ শিক্ষার্থী আরাফাতের স্বজনরা ভোর ৬টার দিকে ৯৯৯ কল দিয়ে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার বিষয়ে নির্যাতনের শিকার কলেজ ছাত্র আরাফাত বলেন, আজকে আমার পরীক্ষা ছিল। দিতে পারিনি। ভালো ভাবে হাটতেও পারছি না। পুরো শরীরে মারাত্মক ভাবে আঘাত করেছে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। আমি ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী এ ধরণের কোন ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
পাঠকের মতামত