এ,এস,এম হায়াত উদ্দিন, বাগেরহাট::
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারি (৬০) কে আটক করা হয়েছে। তার শরীর তল্লাশি করে উদ্ধার করা হয়েছে ৪৫ বোতল ফেন্সিডিল।
রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা শহরের দশানী বাস স্ট্যান্ড চক্ষু হাসপাতালের সামনে থেকে বরিশালগামী “অনিক ক্লাসিক ধাঁনসিড়ি পরিবহন” হতে ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি ওই বাসের যাত্রী ছিল। সে যশোর জেলার বেনাপোল থানার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের মৃত আবু তালেব এর কন্যা ঝর্ণা বেগম। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা কালীন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সুরেশ চন্দ্র হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে বাগেরহাটের দশানী মোড়াস্থ্ চক্ষু হাসপাতালের সামনে অবস্থান করা বরিশালগামী “অনিক ক্লাসিক ধাঁনসিড়ি” পরিবহনের একজন মহিলা যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে জেলা গোয়েন্দা পুলিশ তাকে চ্যালেঞ্জ করে।
এ সময় তার স্বীকারোক্তি মতে শরীর ও পায়ে বিশেষ কৌশলে রাখা মাদকদ্রব্য ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি ঝর্ণা বেগম যশোর জেলার বেনাপোল থানার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের মৃত আবু তালেব এর কন্যা। তার বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত