নওগাঁর মান্দায় ভুয়া কোম্পানির (YODRM) নাম দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকাল তিনটায় ভুক্তভোগী মিজানুর রহমান ও আব্দুর রশিদের বাড়ির উঠানে এই সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
এই সময় ভুক্তভোগী মিজানুর রহমান ও আব্দুর রশিদ জানান, প্রায় দেড় বছর আগে (YODRM) কোম্পানি অনলাইনে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ও বেশি লাভ এর লোভ দেখিয়ে প্রতারক সাইদুর রহমান ও তার স্ত্রী শেফালী খাতুন তাদের থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা করে দুইজনের কাছ থেকে মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় ৷
উপস্থিত ছিলেন, আয়েজ আলী, আবুল হোসেন, বাবুল আক্তার, ফিরোজ বিবি, বিলকিচ বিবি,রিনা বিবি প্রমুখ।
এছাড়াও বেশি লাভের লোভ দেখিয়ে এলাকার অনেক সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে অনেক সাধারণ মানুষকে সর্বশান্ত করেছে এই প্রতারক স্বামী-স্ত্রী ৷
এ সময় ভুক্তভোগীরা তাদের টাকা উদ্ধার পূর্বক এই প্রতারক সাইদুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
পাঠকের মতামত