২১ আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। এ হত্যাকান্ডে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্টপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪জন নেতাকর্মী নিহত হন।
দ্রুত এ হত্যাকান্ডের বিচার দাবী করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিগত-জামায়াত জোট সরকার কর্তৃক ২০০৪সালের এদিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নজির বিহীন গ্রেনেড হামলা চালানো হয়।
২১ আগস্ট রবিবার বিকালে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উখিয়ার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
এসময় বক্তব্য দেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক নুরুল হক খান, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মন্জুর, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালা উদ্দিন, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর মোহাম্মদ শেখ, এড:রাসেল, উপজেলা ছাত্রলীগ মোহাম্মদ ইব্রাহিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোকতার শেখ ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোরশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এটিএম রশিদ আহাম্মদ।
পাঠকের মতামত