প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ৮:৪২ পূর্বাহ্ণ
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

 

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক মো: আলী আকবর সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩মার্চ) কক্সবাজার জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত এক আদেশে এ বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

দাপ্তরিক আদেশে বলা হয়,টেকনাফ উপজেলার কচুবনিয়া এমপি বদি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে।

বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো।

শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামান আরজু।

নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, এর আগেও আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল। কিন্তু উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।ফলে তিনি আরও সাহস পেয়ে যান। তার বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।

এই বরখাস্তের সিদ্ধান্তকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে এমন অন্যায় রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো:মনিরুজ্জামান আরজু বলেন, বরখাস্তের ফলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।

এ প্রসঙ্গে জেলা শিক্ষা অফিসার মো:শাহীন মিয়া বলেন, প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। সত্য সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানাই। পাশাপাশি,যাতে ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা না ঘটে, সে জন্য শিক্ষকদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ ছাত্রী

টেকনাফের পাহাড়ে আবারও ২ জনকে অপহরণ

২৫/০২/২০২৫
১১:৫৭ অপরাহ্ণ

বদি’র ঘরে আশ্রয় মিললো সেই নবজাতকের!

২৬/১০/২০২১
৮:১০ পূর্বাহ্ণ
  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...