
আব্দুস সালাম, টেকনাফ::
সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং এক দালালকে আটক করেছে পুলিশ।
বুধবার(১২মার্চ) রাত ৮ টার দিকে মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
আটক নেজাম উদ্দিন ( ২০ ) টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজম পাড়ার মোহাম্মদ হোসেন ওরফে লাল মোহাম্মদের ছেলে।
উদ্ধার হওয়ারা উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন ওসি।
ওসি গিয়াস উদ্দিন বলেন, রাতে মেরিন ড্রাইভের টেকনাফের মধ্যম কচ্ছপিয়া এলাকার সমুদ্র উপকূলে দিয়ে কিছু সংখ্যক লোকজনকে সংঘবদ্ধ দালাল চক্রের সদস্যরা মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়ো করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০/১৫ জন সন্দেহজনক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৫ জন শিশু, ১১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে।
ওসি আরে বলেন, ভূক্তভোগীরা জানিয়েছেন, সংঘবদ্ধ মানবপাচারকারি চক্রের লোকজন নানা প্রলোভনের ফাঁদে ফেলে মালয়েশিয়া পাচারের কথা বলে নিয়ে আসে। পরে বুধবার রাতে সাগরপথে মালয়েশিয়ার উদ্দ্যেশে ট্রলারে তুলে দিতে দালান চক্রের লোকজন তাদের জড়ো করেছিল।
আটক ব্যক্তিসহ তার সহযোগীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
পাঠকের মতামত