ভারতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২২’ গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ৬৭তম এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা অভিনেতা রণবীর সিং আর সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি স্যানন।
‘৮৩’ ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করে রণবীর ও ‘মিমি’তে সারোগেট মাদারের চরিত্রে নজরকাড়া অভিনয় করে কৃতির হাতে উঠেছে সেরা অভিনেত্রীর পুরস্কার।
এছাড়া সর্দার উদাম ছবির জন্য সেরা অভিনেতা (সমালোচক) ভিকি কৌশল আর শেরনি ছবির জন্য সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার পেয়েছেন অভিনেত্রী বিদ্যা বালান।
জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘শেরশাহ’। এ শোটি মাতিয়ে রাখতে সঞ্চালনায় ছিলেন রণবীর সিং এবং অর্জুন কাপুর।
দ্য ইন্ডিয়া এক্সপ্রেসর এক প্রতিবেদনে আরো জানা যায়, শো-তে রেড কার্পেট মাতালেন কিয়ারা আদবানি, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল এবং দিয়া মির্জারা। আরো উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডন, শেহনাজ গিল, মৌনি রায়, করণ কুন্দ্রা, কৃতি শ্যানন।
সমালোচক ক্যাটাগরিতে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে সরদার উদাম। সেরা পরিচালক হয়েছেন ‘শেরশাহ’ ছবির বিষ্ণুবর্ধন। সেরা সহ-অভিনেতা ‘মিমি’র পঙ্কজ ত্রিপাঠী। সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সাই তামহাকর।
একই সঙ্গে ‘শেরশাহ’ ছবির ‘মন ভরেয়া ২.০’ গানের জন্য সেরা গায়ক বি প্রাক এবং একই ছবির ‘রাতাঁ লম্বিয়া’ গানের জন্য সেরা গায়িকা হয়েছেন অ্যাসিস কৌর।
ফিল্মফেয়ার ২০২২ বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা
সেরা অভিনেতা- ‘৮৩’ সিনেমার জন্য রণবীর সিং
সেরা অভিনেত্রী- ‘মিমি’ সিনেমার জন্য কৃতী শ্যানন
সেরা অভিনেতা (সমালোচক)- ‘সর্দার উদাম’ সিনেমার জন্য ভিকি কৌশল
সেরা অভিনেত্রী (সমালোচক)- ‘শেরনি’ সিনেমার জন্য বিদ্যা বালান
সেরা পরিচালক- ‘শেরশাহ’ সিনেমার জন্য বিষ্ণুবর্ধন
সেরা সিনেমা- ‘শেরশাহ’
সেরা সিনেমা (সমালোচক)- ‘সর্দার উদাম’
সেরা সহ-অভিনেতা- ‘মিমি’ সিনেমার জন্য পঙ্কজ ত্রিপাঠী
সেরা সহ-অভিনেত্রী- ‘মিমি’ সিনেমার জন্য সাই তামহাকর
সেরা গল্প- ‘চণ্ডীগড় করে আশিকী’ সিনেমার জন্য অভিষেক কপূর, সুপ্রতীক সেন ও তুষার পরঞ্জপে
সেরা সংলাপ- ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’ সিনেমার জন্য দিবাকর বন্দ্যোপাধ্যায়, বরুণ গ্রোভার
সেরা স্ক্রিনপ্লে- ‘সর্দার উদাম’ সিনেমার ডন্য শুভেন্দু ভট্টাচার্য ও রীতেশ শাহ
সেরা অরিজিন্যাল স্টোরি- ‘চণ্ডীগড় করে আশিকী’
সেরা ডেবিউ (অভিনেতা)- ‘৯৯ সঙ্গস’-এর জন্য এহান ভাট
সেরা ডেবিউ (অভিনেত্রী)- ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমার জন্য শর্বরী ওয়াঘ
সেরা ডেবিউ (পরিচালক)- ‘রামপ্রসাদ কি তেহরভি’ সিনেমার জন্য সীমা পাহওয়া
সেরা মিউজিক অ্যালবাম- ‘শেরশাহ’ সিনেমার জন্য তনিষ্ক বাগচী, বি প্রাক, জানি, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মনত্রোস
সেরা লিরিক্স- ‘৮৩’ সিনেমার ‘লেহরা দো’ গানের ডন্য কৌসর মুনির
সেরা গায়ক- ‘শেরশাহ’ সিনেমার ‘মন ভরেয়া ২.০’ গানের জন্য বি প্রাক
সেরা গায়িকা- ‘শেরশাহ’ সিনেমার ‘রাতাঁ লম্বিয়া’ গানের জন্য অ্যাসিস কৌর
সেরা অ্যাকশন- ‘শেরশাহ’ সিনেমার জন্য স্টেফান রফতার ও সুনীল রড্রিগেস
সেরা আবহ সঙ্গীত- ‘সর্দার উদাম’ সিনেমার জন্য শান্তনু মৈত্র
পাঠকের মতামত