
আব্দুস সালাম, টেকনাফ::
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার বাসিন্দা জাফর হোসাইনের ছেলে নুর মোহাম্মদ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এসআই মাসুম ফরহাদ ও এএসআই মানস বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ থানাধীন পৌরসভাস্থ পুরাতন পল্লানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ৮০৬/১৮ এর ১৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১৫হাজার টাকার অর্থদন্ড এবং অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামী নুর মোহাম্মদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠকের মতামত