প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ১০:২১ অপরাহ্ণ
টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২

 

আব্দুস সালাম, টেকনাফ::
টেকনাফে যৌথ অভিযান চালিয়ে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ ও নৌবাহিনী।
এসময় তাদের কাছ থেকে তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,হ্নীলা ইউনিয়নের লামার পাড়ার বাসিন্দা আবুল খায়ের (৩১)ও সহযোগী কোহিনুর আক্তার (২৮)হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘঘোনা এলাকার বাসিন্দা। এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মুহাম্মদ গিয়াস উদ্দিনতিনি বলেন,বুধবার মধ্যরাতে হ্নীলা ইউনিয়নের লামার পাড়ায় কুখ্যাত ডাকাত আবুল খায়ের অবস্থান করার খবর পায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।এতে গোপন আস্তানাটি ঘিরে ফেললে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর জন্য জলাশয়ে ঝাপ দেয়। এসময় জলাশয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যমতে রাতেই হোয়াইক্যং ইউনিয়নের বাঘঘোনা এলাকার অপর একটি আস্তানায় অভিযান চালানো হয়।এসময় সেখানে অবস্থানকারী এক নারী সহযোগীকে গ্রেপ্তার করা হয়।ঘটনাস্থল তল্লাশি চালিয়ে তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও বলেন,গ্রেপ্তার আবুল খায়ের চিহ্নিত ডাকাত এবং ডাকাতিসহ নানা অপরাধে জড়িত অভিযোগে টেকনাফ থানায় ৮টির বেশী মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ আটক

টেকনাফের পাহাড়ে আবারও ২ জনকে অপহরণ

২৫/০২/২০২৫
১১:৫৭ অপরাহ্ণ

উখিয়ায় ধর্ষন মামলায়, আটক-১

২৫/০৮/২০২২
৯:৩৪ পূর্বাহ্ণ
উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

নিহতের জিহ্বা কেটে পালিয়েছে সহযোগীরাউখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

  পলাশ বড়ুয়া:: কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে একজনের মৃত্যু ...