ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ১০:৪১ অপরাহ্ণ , আপডেট: ০৫/০৩/২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

 

পলাশ বড়ুয়া::
কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ মার্চ) ভোর রাতে আনুমানিক ৩ টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড এর বৈশালী হ্যাচারী লি: এর ভিতরে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আরাফাত (২৪)। সে উত্তর নিদানিয়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোঃ ইলিয়াছের ছেলে।

এ সময় নিহতের আরো তিনজন সহযোগী বৈদ্যুতিক খুটির ট্রান্সফর্মার চুরি করতে গেলে দুর্ঘটনা বশত: নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় সকাল সাড়ে ৯ টার দিকে হ্যাচারীর সিকিউরিটি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে সাথে থাকা তিন বন্ধু নিহতের জিহবা কেটে দেয় বলে সূত্রে জানা গেছে। যাতে তাদের নাম প্রকাশ করতে না পারে।

পরে নিহতের স্বজনরা মরদেহ বাড়ীতে গেলেও খবর পেয়ে উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক দূর্জয় সরকার নিহতের সুরতহাল সম্পন্ন করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন জানিয়েছেন, নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

তিনি এও জানিয়েছেন, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ চুরি

চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

২৯/০১/২০২২
১১:১৪ অপরাহ্ণ