
পলাশ বড়ুয়া::
সাতকানিয়ায় একটি বাড়িতে অবৈধ তেল প্যাকেজিং এর সময় অভিযান পরিচালনা করে ১০ হাজার লিটার তেলের বোতল জব্দ করা হয়েছে।
বুধবার (০৫ মার্চ ২০২৫) বিকেল ৩টার দিকে সাতকানিয়ার একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
ক্যাপ্টেন পারভেজ (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ, রামু সেনানিবাস) এর নেতৃত্বে সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এর উপস্থিতিতে পুলিশের সমন্বয়ে গঠিত টিম এই অভিযান পরিচালনা করেন।
এ সময় ১০ হাজার লিটার তেলের বোতল জব্দ করার পাশাপাশি গুদামে সংরক্ষিত ১০ হাজার লিটারেরও বেশি তেল প্রস্তুতির জন্য ব্যবহৃত উপকরণসহ সিল করে দেন।
তেলের অবৈধ প্যাকেজিং ও বিতরণের সঙ্গে বেশ কয়েকজন ব্যবসায়ী জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়।
এ সময় ম্যানেজারসহ ২ জনকে গ্রেপ্তার করে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযানের পর সকল স্টোরেজ সুবিধা সিলগালা করে এবং জব্দকৃত তেল ধ্বংসের জন্য এসিল্যান্ড অফিসে নিয়ে যাওয়া হয়।
পাঠকের মতামত