ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ , আপডেট: ০৫/০৩/২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-২০ এর হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। তবে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরসা কর্তৃক এই ঘটনা ঘটানো হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) রাত সাড়ে ৯ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-২০ এর এম/৩২ ব্লকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।

নিহত হেড মাঝি মোহাম্মদ নুর (২৫) ওই ক্যাম্পের বাসিন্দা আবু সৈয়দের ছেলে।

জানা গেছে, হেড মাঝি মোহাম্মদ নুর (২৫)কে অজ্ঞাত সন্ত্রাসীরা তার নিজ ব্লকে কুপিয়ে হত্যা করে রাস্তার উপরে রেখে পালিয়ে যায়।

পরে একই ক্যাম্পের অপরাপর রোহিঙ্গারা তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে  রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ১৪ এপিবিএন ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের টহল টিম নিহতের মরদেহ উদ্ধার করে। বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানা যায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ উখিয়া

পালানোর সময় আরো ৮০ রোহিঙ্গা আটক

০৬/০৪/২০২২
১২:২৯ পূর্বাহ্ণ