প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ১০:০১ অপরাহ্ণ
টেকনাফে অপহৃত বগুড়ার দুই যুবক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার

 

আব্দুস সালাম, টেকনাফ::
টেকনাফে গহীন পাহাড় থেকে পাঁচ দিন পর দুই অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে এবং মুক্তিপণের টাকাসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অপহৃতরা হলেন, বগুড়া জেলার হলিদাবগা এলাকার আব্দুল হামিদের ছেলে মো. সবুজ (৩০) এবং খান্দা ভিআইপি রোড এলাকার আহাম্মদ আলির ছেলে মেহেদি হাসান টিটু (৩০)। তাদের অপহরণ করে মুক্তিপণের জন্য চক্রটি টাকা দাবি করেছিল।

সোমবার (৩ মার্চ) টেকনাফের লেদা টাওয়ার সংলগ্ন এলাকা থেকে এই দুই ভিকটিমকে উদ্ধার করা হয়।

অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোলভী পাড়া এলাকার মো. খোরশেদ আলম (৩৫), নুরুল ইসলামের ছেলে মো. ফয়সাল (১৯) এবং মৃত আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ (৩০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গত ২৬ ফেব্রুয়ারি মেহেদি হাসান টিটু এবং মো. সবুজ বগুড়া জেলা থেকে কক্সবাজারে আসেন। রাত ১১ টায় টেকনাফের হ্নীলা স্টেশনে পৌঁছালে পরিকল্পিতভাবে তাদের অপহরণ করা হয়। পরে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে তাদের মারধর করে ভিডিও ধারণ করা হয়। এ ছাড়া তাদের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

গত রবিবার (২ মার্চ) টেকনাফ মডেল থানায় এক অভিযোগের ভিত্তিতে অপহরণের ঘটনায় মামলা করা হয়। পুলিশ অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং মুক্তিপণের ১ লাখ ২৫ হাজার টাকার একটি অংশ উদ্ধার করে।

অপহরণকারীদের মোবাইল অ্যাকাউন্ট থেকে মুক্তিপণের টাকা পাঠানো ছিল, যা পুলিশ সনাক্ত করে এবং তিন অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়।

ওসি জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে অপহরণ করে মুক্তিপণ সংগ্রহ করে আসছিল। আটকরা এখন পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ অপহরণ

টেকনাফের পাহাড়ে আবারও ২ জনকে অপহরণ

২৫/০২/২০২৫
১১:৫৭ অপরাহ্ণ