প্রকাশিত: ২৭/০২/২০২৫ ১১:৩১ অপরাহ্ণ
আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়া ২৯ জেলেকে ফেরত আনলো বিজিবি

 

আব্দুস সালাম, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফের সাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়া ২৯জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারি)সন্ধ্যায় নাফনদীর টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন ট্রানজিট জেটি ঘাট দিয়ে জেলেদের ফেরত আনা হয়েছে। ফেরত আনা জেলেদের মধ্যে১৫জন বাংলাদেশি এবং১৪জন রোহিঙ্গা জেলে।

 

ফেরত আসা জেলেরা হলেন,টেকনাফের শাহপরীরদ্বীপের মৃত তৈয়বের ছেলে মোঃ হাসান(৩০),মোঃসলিমুল্লার ছেলে মোঃ জাবেদ(১৮),কবির আহমেদের ছেলে মোঃ আঃ রহিম (১৭),মৃত আলমের ছেলে মোঃ হাসান (১৯),খুল্যা মিয়ার ছেলে মোঃ কালা মিয়া(৩৭),মোঃ সৈয়দ আলমের ছেলে মোঃ নুরুল আলম(৩৯),শামসুল আলমের ছেলে আব্দুল রহমান (১৯),সুলতান আহমেদের ছেলে মোঃ আঃ কালাম আহমেদ (২৯),ফয়জল করিমের ছেলে মোঃ লাইল্যা(১১), আব্দুল আমিনের ছেলে মোঃ কবির আহমেদ(৪৩),কবির আহমদের ছেলে মোহাম্মদ ইউনুছ(২৩),সোনা মিয়ার ছেলে নুরুল ইসলাম (৩৪),রশিদ আহমেদের ছেলে মোঃ লুতফর রহমান(২৩), আব্দুল মান্নানের ছেলে রহিম উল্লাহ (২১),নূর মোহাম্মদের ছেলে মোঃ ফয়সাল।এবং ৮নম্বর (ইস্ট)বালুখালী এফডিএমএন ক্যাম্পের নুর সালামের ছেলে ফারুক মাঝি,২৫ নম্বর আলীখালী এফডিএমএন ক্যাম্পের ইকরামের ছেলে কেফায়েত উল্লাহ,৭নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের নাজির হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম,১৩নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের দলিজানের ছেলে আব্দুল মোনাফ, হোছন আলীর ছেলে তৈয়ব আলী,মোঃসালামের ছেলে সৈয়দ উল্লাহ মাঝি,নূর মোহাম্মদের ছেলে সৈয়দ আলম,নূর মোহাম্মদের ছেলে ইমাম হোসেন, থান্ডা মিয়ার ছেলে মোঃ হোছন (২৫),হোছন আহম্মেদ এর ছেলে নেজামুদ্দিন(৩০), নুর মোহামদ এর ছেলে আমান উল্লাহ(৩২),সোনামিয়ার ছেলে নুর হোছন(৩৫),মৃত আব্দুস সালামের ছেলে কবির আহম্মদ(৪০)ও মৃত মকবুল আহম্মদের ছেলে হামিদ হোসেন(৪৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ব্যাটালিয়ন(বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো:আশিকুর রহমান।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে সীমান্তে অস্থির পরিস্থিতি বিরাজ করছে।আর মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত লাগোয়া অধিকাংশ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে রয়েছে।তাদের তৎপরতায় নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিভিন্ন ঘটনা ঘটেছে।এসব জেলেদের আরাকান আর্মির সদস্যরা দীর্ঘদিন ধরে হেফাজতে রেখেছে। নাফনদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে তৎপরতা শুরু করে।

পরে দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার জেটি ঘাটে বিজিবি ২৯জেলেকে ফেরত আনা হয়েছে।তাদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে।পরে এসব জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ স্বজনদের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা নেবে।এর আগে বিকেলে মিয়ানমারে জিম্মি থাকা জেলেদের ফেরত আনতে দুটি কাঠের ট্রলারসহ বিজিবির একটি দল মংডুর উদ্দ্যেশে রওনা দিয়েছিল।

উল্লেখ্য,গত ২২ফেব্রুয়ারি নাফনদীর টেকনাফ জেটি ঘাট এলাকাসহ বিভিন্ন পয়েন্ট থেকে ৪টি ট্রলারসহ ১৯জেলেকে ধরে নিয়ে গিয়েছিল।এর আগে গত১০ফেব্রুয়ারি নাফনদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে ২টি ট্রলারসহ৪জেলেকে এবং গত বছর১৬নভেম্বর নাফ নদীর উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে৬জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ জেলে

উখিয়ায় ৯ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

৩১/০১/২০২২
১০:৫৩ অপরাহ্ণ
সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...